ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

অগ্নিদগ্ধ ৯ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত : ০৯:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৪:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে ৯ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁদের আইসিইউতে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থা তুলনামূলক কিছুটা ভালো থাকায় বাকি তিনজনকে পোস্ট অপারেটিভ ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের সার্বিক অবস্থা জানতে চাইলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন বলেন, এখন পর্যন্ত মোট ছয়জনকে আইসিইউতে নেওয়া হয়েছে। প্রয়োজন হলে বাকিদেরও নেওয়া হবে। তবে আইসিইউতে নেওয়া ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলা যায়। তিনি আরো বলেন, দর্শনার্থীরা ভিড় করলে আহতদের সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এ ক্ষেত্রে সবারই সচেতন থাকাটা জরুরি।

তিনি আরও জানান, আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের মধ্যে সোহাগের শরীরের ৬০ শতাংশ, রেজাউলের ৫১ শতাংশ, জাকিরের ৩৫ শতাংশ, মোজাফফরের ৩০ শতাংশ, আনোয়ারের ২৮ শতাংশ ও হেলালের ১৬ শতাংশ মারাত্মক দগ্ধ হয়েছে। এ ছাড়া পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা সেলিমের শরীরের ১৪ শতাংশ, মাহমুদুলের ১৩ শতাংশ ও সালাহউদ্দিনের ১০ শতাংশ পুড়ে গেছে।


টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি