ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

অভিনেতা দিলুর মৃত্যুতে তথ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ মন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৯, ১৯ জানুয়ারি ২০২১

বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক ও বীর মু্িক্তযোদ্ধা মজিবুর রহমান দিলুর মৃত্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ এক শোক বার্তায় তথ্যমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. হাছান বলেন, সংস্কৃতি অঙ্গনে মজিবুর রহমান দিলুর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

অপরদিকে, এক শোকবার্তায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘মজিবুর রহমান দিলু কেবল প্রথিতযশা নাট্যজনই ছিলেন না, তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং অসাম্প্রদায়িক চেতনার ধারক ও বাহক। তার মৃত্যুতে আমি আমার অত্যন্ত কাছের একজন সুহৃদকে হারালাম, আর জাতি হারালো একজন বীর সন্তানকে।’

মোজাম্মেল হক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মজিবুর রহমান দিলু আজ সকাল সাড়ে ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সূত্র : বাসস
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি