ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

আ.লীগ কিংবা বিএনপি কোনো পক্ষেই যাবে না বাম জোট: সেলিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ২০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাম গণতান্ত্রিক জোটের প্রধান ও বাংলাদেশের কম্যুনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসিলাম সেলিম বলেছেন, আওয়ামী লীগ কিংবা বিএনপির নেতৃত্বাধীন কোনো জোটেই যুক্ত হবে না বাম গণতান্ত্রিক জোট। এককভাব তাঁরা নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সুষ্ঠু নির্বাচন দাবিতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের প্রাক্কালে আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়ার দাবি করে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সংসদ ভেঙে দিয়ে তদারকি সরকার গঠন করতে হবে।   

নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। জনগণ যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে নির্ভয়ে দিতে পারে সেটি নিশ্চিত করতে হবে।

সমাবেশে কম্যুনিস্ট পার্টির প্রধান উপদেষ্টা মনজুরুল আহসান খান, জুনায়েদ সাকি প্রমুখ উপস্থিত ছিলেন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি