ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আ.লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ১৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের এক যৌথসভা আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ কথা জানানো হয়। এতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সব সদস্যদের সভায় যথাসময়ে উপস্থিতথাকার অনুরোধ জানিয়েছেন।

আওয়ামী লীগ সূত্র জানায়, আগামী ১৮ অক্টোবর নির্বাচন কমিশনের সংলাপে গিয়ে যেসব প্রস্তাব দেওয়া হবে তা এ সভায় চূড়ান্ত করা হবে। পাশাপাশি সংলাপে আওয়ামী লীগের পক্ষে কয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে এবং প্রতিনিধি দলে কে কে থাকবেন তাও চূড়ান্ত করা হবে আজ। এছাড়া সমসাময়িক রাজনৈতিক বিষয়, সাংগঠনিক আলোচনা এবং দিবসভিত্তিক কর্মসূচিও নেওয়া হবে এ সভা থেকে।

এম/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি