আকাশ ছোঁয়া হাত ...
প্রকাশিত : ১০:৩২, ১৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১২:০৫, ২০ নভেম্বর ২০১৮

বলা যেতে পারে ‘হ্যান্ড অব গড’। চিলির আতাকামা মরুভূমিতে গেলে দেখা মিলবে এমনই একটি সুউচ্চ হাতের। এই ভাস্কর্যটির নাম ‘মানো দেল ডেসার্তো’। চিলির আন্তফাগাস্তা শহরের দক্ষিণের ৭৫ কিলোমিটার দূরে এই ভাস্কর্য রয়েছে।
প্যান আমেরিকান হাইওয়ের উপরে এটি তৈরি করা হয়েছে।এই ভাস্কর্যটি তৈরি করেছেন চিলির শিল্পী মারিও ইরারাজাবল।
সমুদ্রপৃষ্ঠ থেকে ১১০০ মিটার উঁচুতে তৈরি হয়েছে এই ভাস্কর্য। লোহা ও সিমেন্টের তৈরি ভাস্কর্যটির উচ্চতা ৩৬ ফুট লম্বা।
১৯৯২ সালে ২৮ মার্চ তৈরি হয়েছে ভাস্কর্যটি। আতাকামা মরুভূমির এই ভাস্কর্য চিলির পর্যটন শিল্পে জনপ্রিয় একটি দর্শন ক্ষেত্র।
তথ্যসূত্র : জি নিউজ
এমএইচ/