ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে ২৫ ভারতীয় সেনা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ৯ মে ২০২৫

Ekushey Television Ltd.

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) পাকিস্তানি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। আজ শুক্রবার (৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ দাবি করেন।

খাজা আসিফ বলেন, বুধবার পর্যন্ত তাদের হিসেবে প্রায় ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। তবে তিনি পাকিস্তানের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, ভারতই প্রথম গোলাগুলি শুরু করে। এ সময় পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের দুটি ব্রিগেড সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দিল্লি এ দুটি দাবিই সরাসরি অস্বীকার করেছে।

এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছিলেন, পাকিস্তানি বাহিনীর হামলায় ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন।

তবে এসব দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর কোনো সদস্যের হতাহতের খবর তাদের কাছে নেই।

এর আগে ভারতীয় সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তারা পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। তবে এ সময় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি