ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আগামী সপ্তাহে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন খালেদা জিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ২৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

মিয়ানমার সেনাবাহিনীর বর্বরোচিত নির্যাতনের পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আগামী শনিবার (২৮ অক্টোবর) তিনি ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন।পরদিন রবিবার কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে  বলেন, ‘তিনি সেখানে যেতে পারেন। আমরা বিস্তারিত প্রেস রিলিজের মাধ্যমে জানাবো।’

বিএনপির মিডিয়া উইং সূত্র জানায়, সোমবার (২৩ অক্টোবর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার কক্সবাজারে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মৃত্যুতে এই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, প্রেস রিলিজের মাধ্যমে আজই স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানানো হবে।

/ কে আই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি