ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

আগেও ইভিএমের পক্ষে ছিলাম না, এখনও নই: এরশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ২০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৩৭, ২০ সেপ্টেম্বর ২০১৮

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) জাতীয় পার্টির (জাপা) আস্থা নেই জানিয়ে পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমি আগেও ইভিএমের পক্ষে ছিলাম না, এখনো নই। ইভিএমে কারচুপি হবে কিনা নিশ্চিত না।

আজ বৃহস্পতিবার রংপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দু’দিন আগে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে এমন ঘোষণা দিলেও আজ এরশাদ বলেন, বিএনপি নির্বাচনে এলে জাতীয় পার্টির আওয়ামী লীগ জোটের সঙ্গে থাকবে। দিন পরিবর্তন হয়েছে। মহাজোটের সঙ্গে থাকলে জাপার জয় হবে।

নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত নির্বাচন করি নাই, এবার রংপুরের ২২টি আসন ফেরত চাইবো। এই নির্বাচনে ৭০টি আসন চেয়েছি।

নির্বাচনকালীন সরকারে থাকতে কোনো বাঁধা নেই জানিয়ে এরশাদ বলেন, নির্বাচনকালীন সরকারে থাকতে পারি।

এ সময় জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের, রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির প্রমুখ উপস্থিত ছিলেন।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি