ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

আজ আবদুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ২৭ এপ্রিল ২০২০

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী আজ। ২০০৫ সালের ২৭ এপ্রিল ইন্তেকাল করেন তিনি। 

আবদুস সামাদ আজাদের জন্ম ১৯২২ সালের ১৫ জানুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভূরাখালী গ্রামে। ১৯৪০ সালে মুসলিম ছাত্র ফেডারেশনের আঞ্চলিক শাখার সভাপতি হিসেবে সক্রিয় রাজনীতিতে জড়ান। ১৯৫৪ সালে আওয়ামী লীগে শ্রম সম্পাদক হিসেবে যোগ দেন। ব্রিটিশবিরোধী আন্দোলন, বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধসহ জাতির গুরুত্বপূর্ণ আন্দোলন ও সংগ্রামে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

আবদুস সামাদ আজাদ বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্র ও কৃষিমন্ত্রী ছাড়াও ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি