ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

আজ বদনাম ঘোচাতে মরিয়া ইংল্যান্ড-কলম্বিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ৩ জুলাই ২০১৮

আজ, মঙ্গলবার বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড-কলম্বিয়া। দুটো দেশের একটা জায়গায় দারুণ মিল। ইংল্যান্ড আর কলম্বিয়া গত বেশ কয়েকটা বিশ্বকাপেই ফেভারিট হয়ে আসে, আর খালি হাতে ফিরে যায়। এবার দুটো দেশই এই বদনাম ঘোচাতে মরিয়া।

১২বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে মরিয়া ইংল্যান্ড। আর ইংল্যান্ডের সাফল্যের বেশিরভাগটাই নির্ভর করবে অধিনায়ক হ্যারি কেনের ওপর। ইংল্যান্ড মানেই বড় তারকাদের দল-অ্যালেন শিয়ারার, ডেভিড বেকহ্যাম, ওয়েন রুনি...গত বেশ কয়েকটা বিশ্বকাপেই মহাতারকাদের নিয়ে খেলতে এসে মুখ থুবড়ে পড়েছে ইংল্যান্ড। সেই তুলনা এবারের ইংল্যান্ড দলে তারকা কম। গ্রুপ লিগের দুটো ম্যাচে পাঁচটা গোল করে হ্যারি কেন এখন গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার আগে আছেন। বেলজিয়াম ম্যাচে বিশ্রামের পর কেন আজ নামছেন কলম্বিয়ার বিরুদ্ধে।

ইংল্যান্ডের অধিনায়কের সাফ কথা, ``আজ আমাদের জিততেই হবে।``গত বিশ্বকাপে গ্রুপ লিগ থেকেই বিদায় নিয়েছিল ইংল্যান্ড। আর ২০১০ বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনালে ১-৪ গোলে হেরে জার্মানির কাছে হেরে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। আসলে অনেকেই বলেন, ইংল্যান্ড হল এমন একটা দল যারা বিশ্বকাপে নিজেদের নিয়েই ভয়ে থাকে সবচেয়ে বেশি। কারণ বড় প্রত্যাশার চাপে ইংল্যান্ড ফুটবলরার নাকি হতাশ করেন। তাই আজ শুধু কলম্বিয়া নয়, নিজেদেরও ভয় ইংল্যান্ডের।

অন্যদিকে, জাপানের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পর কলম্বিয়া পরপর দুটো ম্যাচে জিতে নক আউট রাউন্ডে উঠেছে। তবে সেনেগালের বিরুদ্ধে জিতলেও কলম্বিয়াকে সেভাবে ছন্দে দেখাচ্ছে না। গতবার উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল কলম্বিয়া। দুটো গোলই করেছিলেন রডরিগেজ। জেমস রডরিগেজ। এবারও রডরিগজের ওপর অনেক আশা। ফুটবল বিশ্বকাপে দুই আন্ডার অ্যাচিভারদের দেশের লড়াই বেশ জমজমাট হওয়ার পটভূমি তৈরি আছে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি