ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

আবারো বাড়ছে পানির দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২০, ৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

আগামী জুলাই থেকে পানির দাম বাড়ানো বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসার জনসংযোগ কর্মকর্তা আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

দাম বাড়ানো বিষয়ে ঢাকা ওয়াসা জানায়, ওয়াসার পানির উৎপাদন খরচ ও পরিচালনা ব্যয় বৃদ্ধি পাওয়াসহ অন্যান্য কারণে আগামী ১ লা জুলাই থেকে পানির দাম বৃদ্ধি করা হবে।

এতে আবাসিক ও বাণিজ্যিক সংযোগ প্রতি ১ হাজার লিটার পানির মূল্য ৫ শতাংশ সমন্বয় করে যথাক্রমে ১০ দশমিক ৫০ টাকার স্থলে ১১ দশমিক ০২ টাকায় এবং ৩৩ দশমিক ৬০ টাকার স্থলে ৩৫ দশমিক ২৮ টাকায় নির্ধারণ করা হবে।

এ ক্ষেত্রে মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন এবং ন্যূনতম বিলসহ সকল প্রকার অভিকরের ক্ষেত্রে তা কার্যকর হবে।

জুলাই থেকে পানির দাম বাড়ানোর বিষয়ে বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়েছে হয়েছে বলে ওয়াসা সূত্রে জানা গেছে।ওয়াসা আইন ১৯৯৬-এর ২২ ধারা অনুযায়ী ওয়াসা বোর্ড প্রতিবছর ৫ শতাংশ হারে পানির দাম বাড়াতে পারে। পানির উৎপাদন খরচ ও পরিচালনা ব্যয় বেড়েছে। এ কারণে দাম বাড়চ্ছে ঢাকা ওয়াসা।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি