ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

কেমিক্যাল গুদাম উচ্ছেদ অভিযান

‘আমি যাবো, কে বাধা দেয় আমি দেখবো’

প্রকাশিত : ১৪:৪৯, ২ মার্চ ২০১৯

রাজধানীর বকশি বাজারের জয়নাগ রোডে কেমিক্যাল গুদাম উচ্ছেদ অভিযান সম্পর্কে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘একদল অসাধু ব্যবসায়ী অভিযানে বাধা দিয়েছে। আমি দুপুর ২টায় ঘটনাস্থলে যাবো। আমার সামনে অভিযান চলবে। দেখি কে অভিযানে বাধা দেয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আজ সকালে অভিযানে বাধা দেওয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রসঙ্গত, রাজধানীর বকশি বাজারের জয়নাগ রোডে কেমিক্যাল গুদাম উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছেন গুদাম ও বাড়ির মালিকরা। তাদের বিক্ষোভের মুখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) টাস্কফোর্স অভিযান স্থগিত করতে বাধ্য হয়েছে। এর প্রতিক্রিয়ায় মেয়র এসব কথা বলেন।

উচ্ছেদ অভিযানে মালিকদের বাধাবিষয়টি জানার পর মেয়র সাঈদ খোকন আরও বলেন, ‘টাস্কফোর্স আজ তাদের কার্যক্রম পরিচালনা করতে গুদাম মালিকদের বাধার মুখে পড়ে। যেকোনও মূল্যে নগর কর্তৃপক্ষ তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। এতে কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।’

মেয়র আরও বলেন, ‘৯ বছর তারা সময় পেয়েছে আর কত তাদেরকে সময় দেবো? আমরা তো সেখানে কারও মালামাল রাস্তায় ছুড়ে ফেলে দিচ্ছি না। তাদেরকে সেখান থেকে নির্ধারিত স্থানে সরিয়ে দিচ্ছি।’

চকবাজার থানা পুলিশ জানিয়েছে, শনিবার সকালে সিটি করপোরেশনের একটি দল জয়নাগ রোডের একটি আবাসিক ভবনে কেমিক্যালের গুদাম খুঁজে পায়। এরপর ভবনটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় এলাকার ব্যবসায়ীরা স্লোগান দিতে থাকে এবং তাদের তোপের মুখে অভিযান স্থগিত করতে বাধ্য হয় টাস্কফোর্স।
এসএ/

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি