ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড

উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

প্রকাশিত : ১৫:৩৫, ২৯ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বনানীতে বহুতল ভবন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর একেএম শাকিল নেওয়াজ আজ শুক্রবার দুপুরে উদ্ধার অভিযান সমাপ্তির ঘোষণা দেন।

তিনি বলেন, ‘এফআর টাওয়ারে আর কোনো লাশ নেই। আজ নতুন করে কোনো লাশও  পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিভে গেছে।’

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আনোয়ার জানান, আগুন নেভানোর পর রাত থেকে তল্লাশি করা হয়েছে। তবে সকালে আর কোনো লাশ উদ্ধার হয়নি। ভেতরে প্রতিটি ফ্লোরে তল্লাশি করা হয়।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুপুরে এফআর টাওয়ারে আগুন লাগে। আগুনের সূত্রপাত ঘটে ভবনের ৯ম তলা থেকে। পরে ছড়িয়ে পড়ে ২৩তলা ভবনের বেশ কয়েকটি তলায়। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

কিন্তু এরই মধ্যে ভয়াবহ এই আগুনে ২৫ জনের মৃত্যু হয়। ইতিমধ্যে তাদের লাশও বুঝিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৭৩ জন। তাদের কেউ কেউ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন বাড়ি, আবার কেউ কেউ চিকিৎসাধীন রয়েছেন এখনও।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি