ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

এক মাস আগেই বিয়ে করেন রাজু

প্রকাশিত : ২০:২৭, ২১ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২৩:২৬, ২১ ফেব্রুয়ারি ২০১৯

মাহবুবুর রহমান রাজু বিয়ে করেছেন মাস খানেক আগে। এখনও স্ত্রীর হাতের মেহেদি শুকোয়নি। তার আগেই আগুনে পুড়ে নিঃশেষ হয়ে গেল সব। স্ত্রীকে নিয়ে সুন্দর সংসার বাঁধার যে সপ্ন দেখেছিল, তা মুহুর্তে বিলিন হয়ে গেল। সঙ্গে আপন ছোট ভাই মাসুদ রানাও আগুনের লেলিহান শিখায় হয়ে গেল অঙ্গার। হঠাৎ আগুনের এমন ঝড়ো হাওয়ায় নিঃস্ব হয়ে গেল একটি পরিবার।         

রাজু এবং রানা দুই ভাই রাজধানীর চকবাজার চুড়িহাট্টা মোড়ে টেলিকমের ব্যবসা করতো। বুধবার রাত সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাট ঘটলে তারা আর দোকান থেকে বের হতে পারেনি। সেখানেই দুই ভাই এক সঙ্গে নিহত হয়। রানাদের বাড়ি নোয়াখালি। মাত্র এক মাস আগে সে বিয়ে করে।

রানার পাশের একজন ব্যবসায়ী মঞ্জুর হোসেন। তিনি বলেন, ‘হাসি খুশি রাজু ভাই আজ আমাদের মাঝে নেই ভাবতেই কষ্ট লাগে। তিনি মাত্র এক মাস আগে বিয়ে করেছেন। এখনো বিয়ের আমেজ শেষ হয়নি। তার মধ্যেই এমন ঘটনা ঘটলো। তারা দু’ভাই এই দোকান চালাতো। বেশ সুন্দরভাবেই সব কিছু চলছিল।’

রাজুর শ্বশুর আবুল খায়ের কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গত ২৮ জানুয়ারি তাদের বিয়ে দেই। কত আয়োজন করে বন্ধু সাহেব উল্লাহর ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মাস না যেতেই মা (মেয়ে) আমার বিধবা হলো। ওর সামনে আমি কী করে দাঁড়াব।’  

রাজুর দোকানের পাশেই একটি খালি পিকআপ ভ্যানে গ্যাস লিক হয়ে এই আগুনের সূত্রপাত ঘটে। তারপর মুহুর্তের মধ্যে এটি ছড়িয়ে পড়ে চতুর্দিকে। পরবর্তীতে পাশের হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আগুন বিল্ডিং ও অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে রাস্তা ও আশপাশের দোকানের মানুষজন সরে পড়ার কোনো সুযোগ পাননি। সেখানেই অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। যারা দোকানের মধ্যে ছিলেন তারা সেখানেই নিহত হন।

ওয়ার্ল্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট কমিউনিটির (রেড ক্রিসেন্ট এর একটি প্রজেক্ট) একজন সদস্য মোহাম্মদ রাজু বলেন, ‘গতকাল রাত সাড়ে ১০টা থেকে আমরা কাজ শুরু করেছি। আহত বা নিহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছি। এখানে মোট ৭টি দোকান ও বাড়িতে আগুন লাগে। ঐ সময় এখানে ভয়াবহ অবস্থা বিরাজ করছিল।’

উল্লেখ্য, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা মোড়ে বুধবার রাত ১০টা ১৫ মিনিটে ভয়বহ আগুন লাগে। এতে অসংখ্যা মানুষের প্রাণহানি ঘটে। সর্বশেষ সরকারি তথ্যমতে এ ঘটনায় ৭০ জন নিহত হন। 

এসি

    


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি