ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

এটিএম বুথে নিরাপত্তাকর্মীর লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ২১ মে ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) একটি এটিএম বুথ থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে সেহেরির পর ভোরের দিকে কোনো এক সময় ক্যান্টনমেন্ট পোস্ট অফিসের পাশে ইবিএল বুথে ওই হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করছে পুলিশ।
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস জিয়াউল করিম বলেছেন, বুথের এটিএম মেশিনের ভল্ট থেকে টাকা খোয়া যাওয়ার কোনো আলামত তারা পাননি।
ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার তাপস কুমার দাস বলেন, বুথের ভেতরে নিরাপত্তাকর্মী নুরুন্নবীর লাশ পড়ে ছিল। সকালে খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি