ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

কাকার চোখে কোতিনহো-ই সেরা তারকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ২৭ জুন ২০১৮

প্রতি বিশ্বকাপেই ব্রাজিল দলে যেন নতুন নক্ষত্রের উদয় হয়। এইতো গেল বিশ্বকাপে অস্কারের কথায়-ই ধরুন না। কি খেলটাই না দেখাল ছেলেটা। এবারের বিশ্বকাপে শুরু থেকেই পাদপ্রদীপের আলোয় ছিলেন নেইমার। অথচ বিশ্বকাপ শুরু হতেই সব আলো কেড়ে নিয়েছেন নতুন নক্ষত্র কোতিনহো। তাই দলটির বিশ্বকাপজয়ী তারকা কাকার চোখে কোতিনহো-ই বর্তমানে দলটির সেরা তারকা।

তাইতো কাকা বলছেন, এবারের বিশ্বকাপে ব্রাজিল দলের সঙ্গে যে নামটা জড়িয়ে গেছে, তা হলো কোতিনহো। ‘‘সন্দেহ নেই নেমার আমাদের সেরা ফুটবলার। তিতে দারুণ ভাবে ওকে সামলাচ্ছেন। সব সময় চেষ্টা করছেন, মাঠে যতটা সম্ভব নিরাপদে ও খেলতে পারে তার। ওর জন্যই আমাদের দলটাকে এতটা শক্তিশালী দেখাচ্ছে। তবে পার্থক্য গড়ে দিচ্ছে একজনই। সে কোতিনহো। আমি এই মুহূর্তে ওকেই ব্রাজিলের নায়ক বলব,’’ বলেছেন কাকা। কোতিনহোকে নিয়ে উচ্ছ্বসিত হলেও কাকা বেশি কথা বলেছেন নেমারকে নিয়েই। যেভাবে ব্রাজিলের এই মহাতারকা চোট সারিয়ে ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন, তা দেখে তিনি চমৎকৃত, ‘‘টানা তিন মাস ধরে ওর রিহ্যাব চলছে। এই ধরনের চোট অত তাড়াতাড়ি সারেও না। কিন্তু আমরা দেখছি প্রতিটি ম্যাচেই নেমার নিজের খেলায় উন্নতি করছে।’’

কাকার ভয়, আবার না কেউ নেমারকে আঘাত করেন। বিশেষ করে চোটের জায়গায়। ব্রাজিল দলকে এটা নিয়ে সাবধান করে তাঁর মন্তব্য, ‘‘ওকে নিরাপত্তা দেওয়াটা সবার দায়িত্ব। দেখতে হবে যেন খুব বেশি আবেগপ্রবণও না হয়ে পড়ে। দলের কাজ হওয়া উচিত সব সময় নেমারকে উৎসাহ দিয়ে যাওয়া।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘আমাদের একটু অপেক্ষা করতেই হবে। নিশ্চিত ভাবেই ও লক্ষ্যে পৌঁছবে। টেকনিক আর সৃষ্টিশীলতা নিয়ে ওর কোনও সমস্যা নেই। এখন শুধু একশো ভাগ সুস্থ হতে হবে। সেটা হলে আমার মনে হয় ব্রাজিল ষষ্ঠ বার বিশ্বকাপও জিতবে।’’ তিনটি বিশ্বকাপ খেলা কাকা বিশ্লেষণ করেছেন রাশিয়ায় নেমারের পারফরম্যান্সেরও, ‘‘দেখেই বুঝেছি প্রথম ম্যাচে খুবই স্নায়ুর চাপে ভুগছিল। সে দিন চাপটা অন্যদের খেলাতেও পরিষ্কার বোঝা গিয়েছে। আমি নিজে তিনটি বিশ্বকাপ খেলেছি। জানি প্রথম ম্যাচে অসম্ভব চাপ থাকে। বিশ্বকাপ এমনই।’’

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি