ঢাকা, মঙ্গলবার   ১৪ অক্টোবর ২০২৫

কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:৪৫, ১৪ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষের হয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, আমাদের কাছে তাঁদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের অভিযোগ করে বলেন, একটি দলের লোকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল ও পুলিশ প্রশাসনে বসিয়ে নীলনকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে। এতে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখছেন না তিনি।

সরকারের দৃষ্টি আকর্ষণ করে জামায়াতের এই নেতা বলেন, ‘আজকে হুঁশিয়ারি দিতে চাই না। আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে, এটাকে বন্ধ করুন। নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন।’

‘আর যদি না হয়, কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত, আমাদের কাছে নাম আছে। তাঁদের কণ্ঠ রেকর্ড আছে। মিটিংয়ে তাঁরা কী বক্তব্য দেন, এর খবর আছে। আমরা জনগণের কাছে তা প্রকাশ করছি না। সুযোগ করে দিতে চাই। আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময়মতো সাবধান না হন, তাহলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘প্রশাসনের ভেতরে ষড়যন্ত্র ঠেকাতে হবে। এখানে আরও মনোযোগ দিতে হবে। এটি করতে না পারলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যেসব উপদেষ্টা একটি দলকে বিশেষ সুযোগ করে দিচ্ছেন, তাদের প্রত্যাহার করুন। নভেম্বরে গণভোট দিন। পিআর দাবি মেনে নিন। খুনিদের বিচার করুন। সুষ্ঠু ও ন্যায়পরায়ণ বিচার করুন। যেনতেন বিচার জামায়াত চায় না।’

তিনি বলেন, ‘জামায়াত দখলবাজি করে না, চাঁদাবাজি করে না। জামায়াত জনগণের জন্য রাজনীতি করে। জামায়াত ক্ষমতায় গেলে কৃষকের সব ঋণের সার্টিফিকেট মামলা তুলে ফেলা হবে।’

পিআর পদ্ধতিতে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত সড়ক পথে এই কর্মসূচি পালন করে দলটি।

এরই অংশ হিসেবে মৎস্য ভবন মোড়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি