ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

খণ্ডকালীন ভাষা প্রশিক্ষক হিসেবে চাকরির সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ৫ জুলাই ২০১৮

খণ্ডকালীন ভাষা প্রশিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিদেশ যেতে ইচ্ছুক প্রার্থীদের জন্য জাপানিজ, কোরিয়ান এবং চায়নিজ ভাষা কোর্স পরিচালনা করা হবে। বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)  সমুহে ভাষা  প্রশিক্ষক নিয়োগের লক্ষে দরখাস্ত আহবান করা হয়েছে।

পদের নাম

১. ক)  প্রধান প্রশিক্ষক  (খণ্ডকালীন ভাষা প্রশিক্ষক, জাপানিজ) 

    খ) সহকারী প্রশিক্ষক

যোগ্যতা-

ক) যেকোন বিষয়ে স্নাতক। জাপানিজ ভাষা প্রশিক্ষক হিসেবে ৫ বছরের  অভিজ্ঞতা থাকতে হবে।

খ) যেকোন বিষয়ে স্নাতক। জাপানিজ ভাষা প্রশিক্ষক হিসেবে ২ বছরের  অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন

ক) দৈনিক দুই হাজার ২০০ টাকা  হারে

খ) দৈনিক এক হাজার ৯০০ টাকা হারে 

২. পদের নাম- 

ক) প্রধান প্রশিক্ষক, খণ্ডকালীন ভাষা প্রশিক্ষক (কোরিয়ান)

খ) সহকারী প্রশিক্ষক

যোগ্যতা-

ক) যেকোন বিষয়ে স্নাতক। কোরিয়ান ভাষা প্রশিক্ষক হিসেবে ৫ বছরের  অভিজ্ঞতা থাকতে হবে।

খ) যেকোন বিষয়ে স্নাতক। কোরিয়ান  ভাষা প্রশিক্ষক হিসেবে ২ বছরের  অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন

ক) দৈনিক দুই হাজার ২০০ টাকা  হারে

খ) দৈনিক এক হাজার ৯০০ টাকা হারে 

৩. ক)  প্রধান প্রশিক্ষক  (খণ্ডকালীন ভাষা প্রশিক্ষক, চাইনিজ) 

    খ) সহকারী প্রশিক্ষক

যোগ্যতা

ক) যেকোন বিষয়ে স্নাতক। চাইনিজ ভাষা প্রশিক্ষক হিসেবে ৫ বছরের  অভিজ্ঞতা থাকতে হবে।

খ) যেকোন বিষয়ে স্নাতক। চাইনিজ ভাষা প্রশিক্ষক হিসেবে ২ বছরের  অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন

ক) দৈনিক দুই হাজার ২০০ টাকা  হারে

খ) দৈনিক এক হাজার ৯০০ টাকা হারে  

আবেদনের প্রক্রিয়া

যে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বিস্তারিত দেখতে পারবেন (www.bmet.gov.bd)

আগামী ১৪ জুলাই ২০১৮ সময়ের মধ্যে  আবেদন করতে হবে।

কেআই/ এসএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি