ঢাকা, বৃহস্পতিবার   ২৩ অক্টোবর ২০২৫

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ২৩ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু মেহেদী হাসান মিরাজের দল দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর সুপার ওভারে ১ রানে হেরে যায়। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটিই নির্ধারণ করবে সিরিজের ফল। আর এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।

এই ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে। শুধু তাই নয়, যে সিরিজ জিতবে, আগামী বিশ্বকাপ সরাসরি খেলার দিকেও তারা এগিয়ে যাবে বেশি। এমন সমীকরণ সামনে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস করতে নেমে আজও জয় পেলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।

সিরিজের এই শেষ ম্যাচে দুই দলেই কোনো পরিবর্তন আনা হয়নি। এর অর্থ, আগের ম্যাচের মত স্পিনে স্পিনেই লড়াই হবে দুই দলের মধ্যে।

২-১ ব্যবধানে সিরিজ জিতলে ১০ নম্বরে থাকা বাংলাদেশের পয়েন্ট বেড়ে ৭৬ এবং ওয়েস্ট ইন্ডিজের হবে ৭৯। ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জিতলে তাদের রেটিং পয়েন্ট বেড়ে ৮১ এবং বাংলাদেশের হবে ৭৩। 

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রেন্ডন কিং, অ্যালিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফানে রাদারফোর্ড, অ্যাকিম অগাস্টে, রস্টোন চেজ, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মোতি, খ্যারি পিয়েরে, আকিল হোসেইন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি