ঢাকা, শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়া গণতন্ত্রের পথে লড়াইয়ে প্রেরণার উৎস: রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২০, ২ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বেগম খালেদা জিয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা উদ্‌যাপন ফ্রন্ট কমিটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক শোকসভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বেগম জিয়া একটি পরিবারের মায়ের মতো ছিলেন, যার উপস্থিতি সন্তানদের শক্তি জোগায়। ঠিক তেমনি তিনি হুমকির মুখেও দেশ না ছেড়ে গোটা জাতির অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।’

তিনি বলেন, খালেদা জিয়া যা বলতেন তা-ই করার চেষ্টা করতেন এবং কখনও অসত্য ওয়াদা করেননি, যা ভবিষ্যৎ রাজনৈতিক প্রজন্মের জন্য একটি বড় শিক্ষা।

বেগম জিয়ার অসাম্প্রদায়িক চেতনার কথা স্মরণ করে বিএনপির এ নেতা বলেন, তিনি বিশ্বাস করতেন এই দেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান ও উপজাতি–সবার। তার আশ্রয়ে প্রতিটি ধর্মের মানুষ নিরাপদ বোধ করত।

বেগম খালেদা জিয়ার মৃত্যুকে একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ষড়যন্ত্র করে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। শত বিদ্রুপ ও কটু কথার মুখেও খালেদা জিয়া কখনও পাল্টা কুরুচিপূর্ণ মন্তব্য না করে নিজের সাংস্কৃতিক ও চারিত্রিক উচ্চতা বজায় রেখেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করে তিনি আরও বলেন, তিনি কোটি মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন, যা কেউ কখনও মুছে ফেলতে পারবে না।

 শোকসভায় পূজা উদ্‌যাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি