ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খালেদা জিয়া রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করছেন : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ২৮ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

খালেদা জিয়া কেন বিমান বা হেলিকপ্টার নিয়ে কক্সবাজার যাচ্ছেন না এমন প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ খালেদা জিয়ার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। রোহিঙ্গাদের নিয়ে উনি মানবতা দেখাচ্ছেন না, রাজনীতি করছেন। কক্সবাজার নিয়ে যাওয়া শত গাড়ির বহরের তেলের টাকা দিয়ে রোহিঙ্গাদের সাহায্য করা যেত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।


মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, খালেদা জিয়া কেন বিমান বা হেলিকপ্টারে করে কক্সবাজারে গেলেন না?


সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আছেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও সদস্য অধ্যাপক মো. রফিকুর রহমান।


সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি ও সঞ্চালনায় আছেন সাধারণ সম্পাদক নেছার আহমদ।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি