ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খালেদা জিয়ার গাড়িবহরের পাশে দুটি গাড়িতে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ৩১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর ফেনীর মহিপাল ব্রিজ অতিক্রম করার সময় উল্টো পাশের সড়কে দুটি বাসে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকাল ৪টা ৪০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকাল সাড়ে চারটার কিছুটা পরে খালেদা জিয়ার গাড়িবহর ফেনীর মহিপাল অতিক্রম করছিল। এ সময় রাস্তার উল্টো পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে পেট্রল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে বাস দুটিতে আগুন ধরে যায়। তবে ওই বাস দুটিতে কেউ না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডামকে বহনকারী গাড়িটি মহিপাল ব্রিজ অতিক্রম করার পর পরই দু’টি বাসে আগুন লাগানো হয়েছে।

শনিবার ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ফেনীর ফতেহপুর থেকে কয়েকটি স্থানে গাড়ি বহর হামলার মুখে পড়েছিল। এসময় গণমাধ্যমসহ বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা আহত হন।

উল্লেখ্য, কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ দিতে শনিবার চারদিনের সফরে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। সড়কপথে চট্টগ্রাম ও কক্সবাজার সার্কিট হাউজে যাত্রাবিরতি করে সোমবার উখিয়ার ময়নার গোনা, হাকিমপাড়া, বালুখালী শিবিরে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

এসময় বিএনপি নেত্রীর পক্ষে রোহিঙ্গাদের জন্য ৪৫ ট্রাক ত্রাণ সামগ্রী স্থানীয় সেনা ক্যাম্পে হস্তান্তর করা হয়। এছাড়া বালুখালীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) স্থাপন করা মেডিকেল ক্যাম্পে পাঁচ হাজার শিশুর জন্য খাদ্য ও প্রসূতি পাঁচ হাজার নারীর ওষুধ ও চিকিৎসা সামগ্রী দেন তিনি।

 

আর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি