ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খালেদা জিয়ার চোখে অস্ত্রোপচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ১০ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:৩৫, ১০ আগস্ট ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

লন্ডন সফররত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।


খালেদা জিয়ার চোখের ছানি পড়ার অপারেশন স্থানীয় সময় ৮ আগস্ট সন্ধ্যা ৬টায় লন্ডনের মোরফিল্ড হাসপাতালে সম্পন্ন হয়েছে। এর আগে একই হাসপাতালে খালেদা জিয়ার বাঁ চোখের অস্ত্রোপচার হয়েছিল।


শায়রুল কবীর খান জানান, অস্ত্রোপচারের পর বিএনপির চেয়ারপারসন তাঁর বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। তিনি সেখানে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের তত্ত্বাবধানে রয়েছেন। খালেদা জিয়া এখন ভালো আছেন এবং তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।   
গত ১৫ জুলাই লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি