ঢাকা, মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ৩০ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশের এই প্রভাবশালী নারী নেত্রীর মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। 

পাকিস্তানের প্রেসিডেন্টের এই শোকবার্তায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক গুরুত্ব এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তার ভূমিকার প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করা হয়েছে।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তার বার্তায় উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব এবং জনগণের জন্য তার ত্যাগ সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তিনি মরহুমার আত্মার চিরশান্তি কামনা করেন এবং প্রার্থনা করেন যেন মহান আল্লাহ শোকবিহ্বল পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার ধৈর্য দান করেন। 

এর আগে, বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রীও। শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, ‘বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বাংলাদেশের প্রতি তার অবদান এবং এর প্রবৃদ্ধি ও উন্নয়ন এক স্থায়ী উত্তরাধিকার রেখে গেছে।’

উল্লেখ্য,  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি