ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

খিলগাঁও বাজারে ২০০ দোকান পুড়ে ছাই (ভিডিও)

প্রকাশিত : ১০:১৫, ৪ এপ্রিল ২০১৯ | আপডেট: ১২:৩৭, ৪ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

এবার আগুনে পুড়লো রাজধানীর খিলগাঁও বাজারের দুশোর বেশি দোকান। মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কিভাবে আগুনের সুত্রপাত তা জানা না যায়নি। ক্ষয়-ক্ষতি নিরূপণ শুরু করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার রাত তিনটার দিকে রাজধানীর খিলগাঁও বাজারে লাগে ভয়াবহ আগুন।

মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। বাজারের কামার পট্টি এলাকায় গার্মেন্টস, লোহা- লক্কড়, শবজিসহ ছিল প্রায় হাজার খানেক দোকানঘর। অগুনে পুড়ে গেছে দুশোর বেশি দোকান। আগুন লাগার পর অনেকে তাদের মালামাল সড়িয়ে নিতে পারলেও নিজের সম্বলটুকু হারিয়ে নি:স্ব হয়েছেন অনেকে।

দু-ঘন্টার চেষ্টায় ভোর পাঁচটায় আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস। তবে কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারন ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারে নি ফায়ার সার্ভিস।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি