খুলনা-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মিয়া গোলাম পরওয়ার
প্রকাশিত : ১৩:৫০, ২৯ ডিসেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। শীতের তীব্রতা উপেক্ষা করে সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং অফিসার ও খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হচ্ছেন। ইতোমধ্যেই বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে পৌনে ১০টার দিকে খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তার মনোনয়নপত্র জেলা রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকারের হতে তুলে দেন।
এরপর মনোনয়নপত্র তুলে দেন খুলনা-৬ আসনের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
তারপর দেন খুলনা-২ আসনের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দীয় মজলিস সুরার সদস্য ও মহানগরী জামায়াতের সেক্রেটারি এড. জাহাঙ্গীর হুসাইন হেলাল।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী খুলনা-৪ আসনের হাফেজ মাওলানা ইউনুস আহমেদ রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
অপরদিকে, দুপুর ১২টার পর খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু রিটার্নিং অফিসার ও খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দপ্তরে মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া বিএনপির অন্যান্য প্রার্থী এবং অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা ও পর্যায়ক্রমে রিটার্নিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করবেন জানা গেছে।
উল্লেখ্য, সংসদীয় আসন খুলনা-১, খুলনা-২, খুলনা-৪, খুলনা-৫ ও খুলনা-৬ আসনের রিটার্নিং অফিসারের দায়িত্ব রয়েছেন খুলনার জেলা প্রশাসক। শুধুমাত্র খুলনা-৩ আসনের রিটার্নিং অফিসারের দায়িত্ব রয়েছেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
এ কারণে খুলনা-৩ আসনের প্রার্থীরা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দপ্তরের তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আর অন্য প্রার্থীরা খুলনা জেলা প্রশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
এএইচ
আরও পড়ুন










