গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে চান তারেক রহমান
প্রকাশিত : ২৩:২৬, ২৮ ডিসেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে চান বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল। খুব শিগগির এই বিষয়ে কর্মসূচি নেওয়া হবে বলেও জানান তিনি।
রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের বাইরে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
ডা. পাভেল বলেন, তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার গুলশান অফিসে এ বিষয়ে আলোচনা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। দলের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামকে এই নির্বাচনী কাজ পরিচালনার সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফর পরিকল্পনা বিষয়ক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সেখানে এই পর্যন্ত দলের পক্ষ থেকে গৃহীত সিদ্ধান্তগুলোর বিষয়ে আলোচনা করে তার দিকনির্দেশনা দিয়েছেন বলে জানান মিডিয়া সেলের আহ্বায়ক।
এমআর//
আরও পড়ুন










