ঢাকা, রবিবার   ২১ ডিসেম্বর ২০২৫

গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক দলকে ঐক্যের আহ্বান তারেক রহমানের

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৭, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২১:০৮, ২১ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা ও দেশকে এগিয়ে নেওয়াই এখন একমাত্র লক্ষ্য। এসময় গণতন্ত্রে বিশ্বাসী সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়ায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, শহীদ ওসমান হাদি গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মান অক্ষুণ্ণ রাখতে দেশ গড়ার কাজে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। 

সামনের দিনগুলো চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা চলছে, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, ভিপি সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য জিএম সিরাজ, কাজী রফিকুল ইসলাম, মোশারফ হোসেনসহ অন্যান্য নেতারা।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি