ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

গরমের তীব্রতায় কক্সবাজারে বেড়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ২৫ মে ২০১৭ | আপডেট: ১৬:৪৪, ২৫ মে ২০১৭

কক্সবাজারে গরমের তীব্রতায় বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসন শয্যার ২ গুনেরও বেশি রোগি ভর্তি হয়েছে। রোগি ও তাদের স্বজনদের অভিযোগ যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছেন না রোগিরা। অতিরিক্ত রোগির চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ যেন তিল ধারণের ঠাঁইহীন অবস্থা। ২৫০শয্যার হাসপাতালে রোগি ভর্তি রয়েছেন সাড়ে ৫ শতাধিক। তীব্র তাপদাহের কারণে এ পরিস্থিতি কক্সবাজারের সদর হাসপাতালে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে, ডায়রিয়া ওয়ার্ডে ২০টি শয্যা থাকলেও রোগি ভর্তি রয়েছে ৫০ জন। নারী ও শিশু ওয়ার্ডে ৪০টি আসন থাকলেও রোগি ৯০ জন। সব ওয়ার্ডের ধারন ক্ষমতার অতিরিক্ত রোগি ভর্তি রয়েছে।
এছাড়া কক্সবাজার সদর হাসপাতালের বর্হিবিভাগে প্রতিদিন অন্তত ১হাজার রোগিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে ২ শতাধিক রোগির। রোগিদের অভিযোগ ঠিকভাবে সেবা পাচ্ছেন না তারা।
কর্তৃপক্ষ স্বীকার করেন জনবল সংকটসহ নানা কারণে অতিরিক্ত রোগির সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি