ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

গাজীপুরে জাতীয় শোক দিবস পালন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২১, ১৫ আগস্ট ২০১৯ | আপডেট: ১২:২৯, ১৫ আগস্ট ২০১৯

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে গাজীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলায় কালো ব্যাচ ধারণ, শোক র‌্যালি, প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা, কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এছাড়া জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, পুলিশ সুপার শামসুন্নাহার, সিটি করপোরেশন, জেলা পরিষদ, গাজীপুর প্রেসক্লাব, মহানগর আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে একটি শোক র‌্যালি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের করা হয়। সেখানে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। এছাড়া মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং দু:স্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি