ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার হবে : খন্দকার মোশাররফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৯, ২৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ২২:১১, ২৬ নভেম্বর ২০১৭

রাষ্ট্রীয় হস্তক্ষেপে বিরোধী নেতাকর্মীদের গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ নাগরিক অধিকার ফোরাম আয়োজিত ‘গুম-খুন ও নির্যাতন বন্ধের’ দাবিতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।  

মোশাররফ হোসেন বলেন, গত আট বছরে সাড়ে চারশ’র বেশি বিরোধী নেতাকর্মীকে গুম করা হয়েছে। এ সময় গুমের বিষয়ে সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে সত্যকে গোপন করে অন্য দেশের উদাহরণ দিয়ে এ দেশের মানুষের সঙ্গে প্রতারনা করেছেন। ভবিষ্যতে গুম খুনের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী বিচার করা হবে।  

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সবচেয়ে বড় বাধা জনভীতি দাবি করে খন্দকার মোশাররফ আরও বলেন , আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। আর তা করা না হলে প্রয়োজনে দেশের জনগন আবারও রাস্তায় নামবে।

টিআর / এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি