ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

গোল শূন্যতায় শেষ মরক্কো বনাম ইরানের প্রথমার্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ১৫ জুন ২০১৮

গোল শূণ্য অবস্থায় শেষ হলো মরক্কো বনাম ইরানের ম্যাচের প্রথমার্ধ। রাশিয়া বিশ্বকাপের গ্রুপ-বি এর প্রথম ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই।  

স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা আর বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হয় মরক্কো আর ইরানের মধ্যেকার এই ম্যাচ। রাশিয়ার সেন্ট পিটাসবার্গ স্টেডিয়ামে খেলা শুরুর পর থেকে প্রতিপক্ষের শিবিরে দুই দলের বারবার  হামলার পরেও শেষ পর্যন্ত জালে বল জড়াতে পারেনি কোন দলই। 

খেলায় উত্তেজনার পারদ এতটাই উপরের দিকে ছিল যে, প্রথমার্ধে কোন দল গোল না পেলেও হলুদ কার্ড পেয়েছে দুইটি দলই। ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায়ই হলুদ কার্ড দেখেন ইরানের সোজাই। আর মরক্কোর আল আহমাদি হলুদ কার্ড দেখেন ৩৪ মিনিটে।

ম্যাচের গোলশূন্য অবস্থার জন্য সবথেকে বেশি দায়ী মরক্কোর গোলরক্ষক আল কাজু। ইরানি স্ট্রাইকারদের একের পর এক আক্রমণ রুখে দেন তিনি। সবথেকে উল্লেখযোগ্য ছিল ম্যাচের ৪৩ তম মিনিটে। ইরানের সরদার আজমন এবং আলিরেজা জাহানবক্সের দ্বৈত আক্রমণ রুখে দেন এই গোলরক্ষক।

এসি

  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি