চট্টগ্রামের ঘটনায় আবেগাপ্লুত ওবায়দুল কাদের
প্রকাশিত : ১৯:১১, ১৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৯:৪৩, ১৯ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রামের সদ্য প্রয়াত সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে এ ঘোষণা দেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘটনা উল্লেখ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। সোমবার মিরপুরের সেনপাড়া পর্বতায় ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলে আয়োজিত বড়দিনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, মহিউদ্দিন চৌধুরীকে মানুষ কতোটা ভালবাসত তার প্রমাণ আজকের এই কুলখানি। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই শোক মেনে নেওয়া যায় না।
বক্তৃতায় স্মৃতিচারণ করে তিনি বলেন, নোয়াখালীতে ছাত্রজীবনে দেখেছি, খৃষ্টধর্মের লোকজন সব সময় হাসিখুশী। তাদের মাঝে কোন প্রতিহিংসা নেই।
মন্ত্রী বলেন, আপনারা নিজেদের কখনো মাইনরিটি ভাববেন না। আপনার ভোট, হিন্দুর ভোট, খৃষ্টানের ভোট সব সমান। সবার ভোটের মর্যাদা সমান।
আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা আপনাদের পাশে আছি। শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে।
বক্তৃতার এক পর্যায়ে ক্ষুব্দ হয়ে তিনি বলেন, যারা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করে তারা দুর্বৃত্ত। তাদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২০১৮ সাল খুব গুরুত্বপূর্ণ। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে বলে আমরা আশা করছি। এই বছর একটি মহল কিছু কিছু অবাঞ্ছিত ঘটনার অবতারণা করতে পারে। সব মুসলমান ভাইদের আহ্বান করব, সব হিন্দু, বৌদ্ধ, খৃষ্টানদের পাশে থাকার জন্য।
এ সময় মন্ত্রী উপস্থিত খৃষ্ট সম্প্রদায়ের লোকদের উদ্দেশ্যে বলেন, এদেশে মন্ত্রী মানেই দাবি। মন্ত্রীকে ফুল দেওয়া হবে। ফুলের সঙ্গে কাগজে চিরকুটে লিখা থাকে দাবি। এটা একটা সংস্কৃতি হয়ে গেছে। কিন্তু আপনারা তা না করে ব্যতিক্রম ধারা সৃষ্টি করলেন।
অনুষ্ঠানের শুরুতে তিনি খৃষ্টধর্মের রীতি অনুযায়ী যীশু খৃষ্টের জন্মদিন উপলক্ষে কেক কাটেন।
বক্তৃতার শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
এএ/এসএইচ
আরও পড়ুন