ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

চলছে ভাস্কর্য পরিচ্ছন্নতা কার্যক্রম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ১২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৮:৪৩, ১৩ ডিসেম্বর ২০১৭

আর মাত্র একদিন পরেই ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটিকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অনেকগুলো ভাস্কর্যের একটি হলো রাজু ভাস্কর্য। সকাল সাড়ে ১১টার দিকে দেখা গেলো তিন- চারজন লোক বালতিতে পানি নিয়ে ভাস্কর্যটি পরিষ্কার করছে। আর তা তত্বাবধান করছেন মুসা কলিমউল্লাহ নামে একজন। তার সাথে কথা বলে জানা যায়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো স্থাপনা পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মুসা কলিমউল্লাহ দায়িত্ব পেয়েছেন তিনটি ভাস্কর্য পরিষ্কার করার।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও তার আশেপাশ থেকে শিক্ষক, ডাক্তার, সাংবাদিকসহ বহু গুণীজনদের ধরে নিয়ে গিয়ে হত্যা করে পাকবাহিনী। তখন থেকে প্রতিবছর দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।

 

এএ/এমআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি