ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

চশমার স্ক্রাচ দূর করার ঘরোয়া উপায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ৩ নভেম্বর ২০১৭

চশমা যখন ব্যবহার করি না তখন সেটা যত্ন করে কাপড়ে মুড়ে তার বাক্সে রাখার কথা। কিন্তু আমরা অনেকেই চশমার এমন যত্ন নেই না। আলস্য কিংবা ব্যস্ততার কারণে চশমা খুলেই যেখানে সেখানে ফেলে রাখি। অনেক সময় পকেটে বা ব্যাগে অন্যান্য জিনিসের মাঝে রাখি চশমা। ব্যাগে চাবি, পয়সা কিংবা অন্য কোনো শক্ত জিনিসে ঘষা লেগে সহজেই স্ক্র্যাচ পড়ে যায় চশমার কাঁচে। এছাড়া টেবিল, মেঝে কিংবা আলমারির কাঠেও ঘষা লেগে এমন স্ক্র্যাচ পড়তে পারে। তখন দেখতে যেমন সমস্যা হয় তেমনি চশমাটাও পুরনো মনে হয়। এ প্রেক্ষাপটে কাঁচের স্ক্রাচ দূর করার উপায় অনেকে জানি না বলে স্ক্রাচ পড়া চশমাটিই ব্যবহার করি। আসুন জেনে নিই চশমার স্ক্র্যাচ দূর করার ঘরোয়া উপায়।

আপনার দরকার হবে এক টুকরো নরম, সুতি কাপড় আর টুথপেস্ট। স্ক্র্যাচের উপর অল্প করে টুথপেস্ট লাগিয়ে নিন। এরপর কাপড়টা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মুছে নিন কাঁচটাকে। টুথপেস্টের দাগ মুছে গেলে দেখবেন এর সাথে সাথে স্ক্র্যাচও চলে গেছে। তবে হ্যাঁ, এক্ষেত্রে সাদা টুথপেস্ট ব্যবহার করা ভালো। সূত্র : সিলেক্টস্পিসডটকম।

ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি