ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি নেতা তরিকুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ২৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওয়ানা হন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, তরিকুল ইসলামের সঙ্গে তার স্ত্রী ও ছেলে সিঙ্গাপুরে যাচ্ছেন। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন এই নেতা।

দীর্ঘদিন ধরে তিনি কিডনি, হার্ট, ডায়বেটিসসহ নানা রোগে ভুগছেন।

 

এসএ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি