ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

চোখের নিচে কালো দাগ, দূর করুন সহজেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৮:১৮, ৪ ডিসেম্বর ২০১৭

চোখের নিচের কালো দাগ থাকলে স্বাভাবিকভাবেই আপনার সৌন্দয্যে ব্যাঘাত ঘটায়। এ সমস্যাটি দেখা দেয়, সাধারণত রাতে পর্যাপ্ত ঘুম না হলে আবার অনেকে পর্যাপ্ত ঘুমালেও এ সমস্যাটি দেখা দিতে পারে। তাই এটাকে অনেকেই রোগ হিসাবে চিহিৃত করে থাকে

এ পরিস্থিতি থেতে আপনি কি থেকে মুক্তি পেতে চান? কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে সহজেই এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন যেভাবে এই কালো দাগ দূর করবেন-

১) কদম ফুলের পাপড়ি বেটে পাঁচ থেকে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এতে চোখের নিচের কালো দাগ অনেকটাই দূর হবে। এটি না পেলে পুদিনাপাতা বা নিমপাতাও ব্যবহার করতে পারেন।

২) দু’টি চা  চামচ ফ্রিজে রাখুন এবং চামচ দু’টি ঠাণ্ডা হবার জন্য অপেক্ষা করুন। চামচ ঠাণ্ডা হলে, বালিশে শুয়ে চোখের উপর চামচ দু’টি রাখুন। এটির দুটি সুফল আছে। এটি চোখের ক্লান্তি দূর করে এবং চোখের কালি দূর করতে সাহায্য করে।

৩) ঠাণ্ডা টি ব্যাগ চোখের উপর রাখলে ভাল ফল পাবেন। গ্রিন টি-এর ব্যাগ রাখলে কাজ দ্রুত হবে।

৪) খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে হবে। তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন। কালো দাগ দূর হবে।

৫)  কাজু বাদাম বেটে দুধের সঙ্গে গুলিয়ে, পেস্ট করে চোখের চারপাশে লাগাতে পারেন।

৬)  চোখের চারপাশে বাদাম তেল দিয়ে ম্যাসাজ করলেও দ্রুত উপকার পাবেন।

বি.দ্র: কোন কিছু ব্যবহার করার আগে চোখের আশপাশ এবং ব্যবহারকৃত পণ্যটি ভালোভাবে পরিস্কার করে নিতে হবে।

সূত্র: কলকাতা টুয়েন্টি ফোর

এম


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি