ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ছোট্ট ঘর থেকে জ্ঞানের আলো ছড়াচ্ছে দশ হাজার বই

গোকুল রায়, লালমনিরহাট

প্রকাশিত : ১৫:২২, ১২ ফেব্রুয়ারি ২০২৩

জীর্ণশীর্ণ একটি ঘর, যার মাহাত্ব বাহ্যিক সৌন্দর্যে নয়, লুকিয়ে আছে ভেতরে। লালমনিরহাটের আদিতমারী উপজেলার টিপার বাজার এলাকার এই ছোট্ট ঘরেই রয়েছে দশ হাজারের বেশি বই। 

গ্রামের কলেজছাত্র  জামাল হোসেনের উদ্যোগ আর অদম্য ইচ্ছায় ২০১৪ সালে পাঠাগারটির যাত্রা শুরু হয়, মাত্র দশটি বই নিয়ে। 

বর্তমানে পাঠাগারটি পরিণত হয়েছে শিক্ষিতজনদের মিলন মেলায়। এখানে বই পড়ে জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছেন ছোট বড় সবাই।  

পাঠাগারে শিক্ষা, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, রম্য, কৃষি-ব্যবসাসহ সব ধরনের বই রয়েছে। আর পাঠাগারের সদস্য সংক্যাও কম নয়, অন্তত ১৫ শ জন সদস্য আছেন যারা শুধু বই পড়া আন্দোলনেই জড়িত নন, বিভিন্ন সামাজিক কাজও করছেন।
বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে সাধারণ মানুষকে সচেতন করতেও বিভিন্ন প্রচারণার কাজ করেন এই সদস্যরা। 

বই পড়া আন্দোলনকে বেগবান করায় এবং সামাজিক কাজকর্ম করায় ইতোমধ্যে কয়েকটি জাতীয় পুরুস্কারও পেয়েছেন পাঠাগারের পরিচালক। তবে স্বীকৃতি পেতে নয়, জ্ঞানের আলো ছড়াতেই কাজ করে যেতে চান তিনি। স্বপ্ন দেখেন, একদিন আধুনিক ও ডিজিটাল হবে তার পাঠাগার। 

প্রতিদিন বই পড়ার শপথ নেন সারপুকুর যুব ফোরাম পাঠাগারে আসা শিক্ষার্থীরা। এরমধ্যদিয়েই জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয় জানান তারা। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি