ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

জনকের মুখ যেন অন্ধকারে পথের ঠিকানা।।

আসাদ মান্নান

প্রকাশিত : ১৭:০২, ১৩ আগস্ট ২০২৩ | আপডেট: ২৩:১৮, ১৯ আগস্ট ২০২৩

আগস্ট শোকের মাস; যদি তুমি রক্তমাংসে হও
প্রকৃত বাঙালি,আমৃত্যু তোমাকে কাঁদতে হবে;যদি
মানবীর গর্ভে জন্ম নাও, তোমাকে কাঁদতেই হবে-- 
দেখো আমরা কেঁদে কেঁদে দিন দিন অন্ধ হয়ে যাচ্ছি --

আটচল্লিশ  বছর ধরে আমি কাঁদছি,তুমি কাঁদছো;
রাম ও রহিম--এই দুই সহোদর কাঁদতে কাঁদতে 
বেদনার্ত আলিঙ্গনে গোমেজকে জড়িয়ে ধরেছে --
শ্রাবণের মেঘ থেকে বৃষ্টি নয়, যেন রক্ত ঝরছে। 
কী যে মর্মন্তুদ এই দৃশ্য! তা প্রকাশে ভাষাহীন  
বর্ণহীন গন্ধহীন স্বয়ং ঈশ্বর কবি-- আমি
অতি ক্ষুদ্র শব্দপ্রেমী কবিতার সামান্য নফর-- 
কবিতার হাত ধরে হাঁটতে হাঁটতে এই এত দূরে
কী করে এসেছি-- কী রহস্য জাদু আছে তার পিছে?
এ প্রশ্নে  উত্তর : তিনি এ বাংলার প্রিয়শ্রেষ্ঠ মুখ।

নিয়ত হৃদয়ে শুয়ে ঐ মুখ কী করে আমাদের
দুঃসময়ে সব পথ আগলে রাখে কঠিনে কোমলে,
ফুলে ফলে একদিন ভরে উঠবে নিঃস্ব বনভূমি;
অগ্নিদগ্ধ জনপদে সমবেত সাহসী মানুষ
হাত ধরে পাশাপাশি একে একে আবার দাঁড়াবে--
বাংলাকে ভাসিয়ে নেবে বাইগার নদীর উজান।
ক্ষমতার লোভে মত্ত পথভ্রষ্ট লুটেরা লম্পট 
দেশদ্রোহী জনশত্রু এ মাটির জারজ জান্তব
যখন পুড়িয়ে মারে নারী-শিশু গোয়ালের গরু--   
দেশ জুড়ে ভীতিকর দানবীয় তাণ্ডব চালায়,
গুলিবিদ্ধ মানবতা আব্রুহীন ফুটপাতে কাঁদে,
রক্ত থেকে জন্মনেয়া স্বাধীনতা প্রশ্নে বিদ্ধ হয়
তখন আমার চোখে ভেসে ওঠে জনকের মুখ,
যে মুখ আলোর মতো অন্ধকারে পথের ঠিকানা।

লেখক- কবি ও সাবেক সচিব। 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি