ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জিয়া পাকিস্তানের লোক আবারও প্রমাণিত: নাসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ২ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৫০, ২ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানের লোক ছিলেন, এটি আবারও প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যখন ইউনেস্কোর স্বীকৃতি পেল, ঠিক তখনি পাকিস্তান জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে ভিডিও প্রচারের করে। এতে প্রমাণিত হয়, জিয়াউর রহমান পাকিস্তানের লোক।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ১৪ দল ও আওয়ামী লীগ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ১৪ দলের এই মুখপাত্র। মোহাম্মদ নাসিম আরো বলেন, খালেদা জিয়া লন্ডনে এতদিন ঘুমিয়ে ছিলেন । হঠাৎ জেগে উঠে কোটি কোটি টাকার পেট্রোল পুড়িয়ে উত্তেজনা সৃষ্টি করতেই তিনি কক্সবাজারে গেছেন। নাশকতা চালিয়ে মিথ্যাচার করছেন। ১৪ দল তার এই তৎপরতার তীব্র নিন্দা জানাচ্ছে।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, এই অর্জন সমাবেশের মাধ্যমে উদযাপন করা হবে। তিনি আরো বলেন, তার দল জেল হত্যা দিবস পালনে প্রস্তুতি নিচ্ছে।

এমজে/ এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি