ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টুইটে নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন খালেদা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০০, ১৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত রোববারের সমাবেশে অংশ নেওয়ায় দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে এক টুইটের মাধ্যমে তিনি এ ধন্যবাদ জানান।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘রোববারের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় অংশগ্রহণ করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।’

টুইটে খালেদা জিয়া বলেন, “অনির্বাচিত সরকারের চক্রান্ত, বাধাবিঘ্ন অতিক্রম করে সোহরাওয়ার্দীর জনসভায় যোগ দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান রাখার জন্য দেশের মানুষ ও বিএনপির নেতা, কর্মী-সমর্থকদের আন্তরিক ধন্যবাদ।”

এসএইচ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি