ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

টেরাসরের ওড়ার ক্ষমতা ছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ১৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

গবেষকরা গত সোমবার একটা অজ্ঞাত প্রজাতির সন্ধান দিল- টেরাসর। এটিই প্রথম কোনও প্রজাতি, যাদের মেরুদণ্ড ছিল এবং নিজেদের ওড়ার ক্ষমতা ছিল।

ডায়নোসর কিংবা পাখি নয়, টেরাসর বা টেরাডেক্টাইল- টেরাসিক যুগে আজ থেকে ২০০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল। পৃথিবীপৃষ্ঠে উল্কাপাতের ফলে প্রায় ৬৫ মিলিয়ন বছর আগে ডায়নোসর অবলুপ্ত হওয়ার সময় এই প্রাণীও অবলুপ্ত হয়ে যায়। 

এই পরিবারের নতুন আবিষ্কৃত সদস্যের উত্তর-পূর্ব উটাহ অঞ্চলে খোঁজ পাওয়া যায়। এদের এক দশমিক পাঁচ মিটার বা পাঁচ ফুট লম্বা ডানা এবং ১১২টা দাঁত, শুন্ডের কাছে কয়েকটা ঝুলন্ত কাঁটা আছে।

নিচের চোয়ালের কাছে একটা থলির মতো অংশ ছিল, সম্ভবত সেখানে শিকার করা ছোট মাছ বা অন্যান্য খাদ্য সঞ্চয় করে রাখত।

উটাহের ব্রিংহ্যাম ইয়ং ইউনিভার্সিটির  জীবাশ্মবিদ এবং নেচার ইকোলজি অ্যান্ড এভোলিউশন গবেষণার প্রধান প্রবক্তা ব্রুকস ব্রিট জানান, ‘এই প্রাণীদের গঠন ওড়ার উপযুক্ত ছিল।’

আবিষ্কৃত এই জীবাশ্মতে অক্ষত হাড়, দাঁত ও মাথার খুলি আবিষ্কার করা গেছে।

সূত্র: এনডিটিভি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি