ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ডিএমপির ইফতারে গেলেন স্পিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৪, ১৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর রাজারবাগস্থ মেট্রোপলিটন পুলিশ কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শুক্রবার বিকেলে স্পিকার  ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।  

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, মহা পরিদর্শক ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, সংসদ সদস্য, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।   

এ সময় মুসলিম উম্মাহ, দেশ ও জাতির জন্য মহান আল্লাহর রহমত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কেআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি