ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১
প্রকাশিত : ২২:৪০, ১১ ডিসেম্বর ২০২৫
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১১ জন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) হাসপাতালগুলোতে ৭০ জন, ঢাকা বিভাগে ৫৬ জন (সিটি করপোরেশন বাদে), চট্টগ্রাম বিভাগে ৬১ জন, বরিশাল বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ২ এবং সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ৪৯৩ জন।
এমআর//










