ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ঢাকায় পাঁচশ স্থানে রোজাদারদের জন্য বিনা মূল্যে পানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ১৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

পবিত্র মাহে রমজানে রোজাদারদের জন্য বিনা মূল্যে খাওয়ার পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা। প্রথম রোজা থেকেই ওয়াসার ১১টি জোনের পাঁচশোর মতো স্থানে পানির গাড়ি ও প্লাস্টিকের ট্যাংকে পানি রাখা হচ্ছে।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, বিনা মূল্যের খাওয়ার পানি সরবরাহের জন্য বাসস্ট্যান্ড, বড় বিপণিবিতান, কাঁচাবাজার ও লোক সমাগম বেশি হয় এমন জায়গাগুলো নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে রোজাদাররা চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় খাওয়ার পানি সংগ্রহ করতে পারবেন।

ওয়াসার এমডি জানান, রমজানের পুরো সময় ওয়াসার ১৫টি অভিযোগ কেন্দ্র ২৪ ঘণ্টা খোলা থাকবে। গ্রাহকরা সেখানে অভিযোগ করতে পারবেন। এ জন্য যেকোনও সময় ১৬১৬২ নম্বরে ফোন করা যাবে।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি