তারেক রহমান বগুড়ায় যাবেন ১১ জানুয়ারি
প্রকাশিত : ২২:২৫, ৫ জানুয়ারি ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আগামী ১১ জানুয়ারি বগুড়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর হতে যাচ্ছে।
সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া জেলা কমিটির উদ্যোগে এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত সমন্বয়ক কালাম আজাদ।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা দলীয় কার্যালয়ে ডাকা সভায় জেলা কমিটি ছাড়াও উপজেলা এবং পৌর কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ১১ জানুয়ারি বিকালে বগুড়ায় আসবেন তারেক রহমান। পরদিন বেগম খালেদা জিয়ার জন্য গণ দোয়ার আয়োজন করা হবে। অনুষ্ঠানটি বগুড়া জিলা স্কুল মাঠ কিংবা আলফুন্নেসা মাঠে হতে পারে। এরপর রংপুরে যাবেন তারেক রহমান।
বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম এবং বগুড়া-৫ আসনের বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, বগুড়ার ছেলে বগুড়ায় আসছেন। ১৮ বছর পর তাকে বরণ করে নিয়ে সবাই প্রস্তুত।
বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, আলতাফুন্নেছা খেলার মাঠে তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার গণ দোয়ায় অংশ নেবেন। উনার জন্য পর্যটন মোটেল, সার্কিট হাউজসহ সূত্রাপুরের বাসা প্রস্তুত আছে। কোথায় রাতে থাকবেন সেই সিডিউল এখনও পাওয়া যায়নি। তবে রংপুর যাওয়ার সময় তিনি জুলাই আন্দোলনে শহীদ তিনজনের পরিবারকে অনুদান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন।
এমআর//
আরও পড়ুন










