ঢাকা, বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের নিরাপত্তা টিমে ৩ সাবেক সেনা কর্মকর্তাকে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৭, ৭ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে তিন ক্যাটাগরিতে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। তার নিরাপত্তা, প্রটোকল ও সমন্বয়ের জন্য তিন সাবেক সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন- মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ, মেজর (অব.) মইনুল হোসেন ও ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে নিরাপত্তা পরিচালক (নিরাপত্তা) মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ, প্রটোকল পরিচালক মেজর (অব.) মইনুল হোসেন এবং টিমের সমমন্বয় পরিচালক ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজমকে নিযুক্ত করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি