ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

তিন দাবিতে হেঁটে গণভবন যাচ্ছেন সোহেল তাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ৯ এপ্রিল ২০২২ | আপডেট: ১২:৩৪, ৯ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ঐতিহাসিক ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠনের দিন। দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণাসহ তিন দফা দাবিতে রোববার জাতীয় সংসদ ভবন থেকে হেঁটে গণভবন যাবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি ও এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি।

সোহেল তাজ লিখেছেন, ‘আগামী ১০ এপ্রিল রবিবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে (দক্ষিণ দিকে মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন) আমি অবস্থান নেব। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে (মানিক মিয়া অ্যাভিনিউ) বিকেল ৪টায় গণভবনের উদ্দেশে হেঁটে যাত্রা শুরু করব। এটি একান্তই আমার নিজের উদ্যোগ। আপনারা কেউ যোগ দিতে চাইলে আসতে পারেন। আর না এলে আমি একাই যাব। জয় বাংলা।’

সোহেল তাজের তিন দফা দাবি হলো- যেহেতু ১০ এপ্রিল প্রথম সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্ম নিল, তাই দিনটিকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করতে হবে। 

৩ নভেম্বর জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে পালন করতে হবে রাষ্ট্রীয়ভাবে। 

জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান, জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা এবং গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি