ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশ অনেক এগিয়েছে, গণতন্ত্র এগোয়নি : ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ১৪ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

স্বাধীনতার সাড়ে ছেচল্লিশ বছর পরও গণতন্ত্র এগোয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, স্বাধীনতার সাড়ে ছেচল্লিশ বছরে দেশ অনেক এগিয়েছে। তবে সেই সঙ্গে গণতন্ত্র এগোয়নি। যার জন্য স্বাধীনতা যুদ্ধ করেছি, সেই গণতন্ত্রই আমরা হারিয়ে ফেলেছি।

তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বাঙ্গালি শুরুর লঘ্ন থেকেই সংগ্রাম চালিয়ে আসছে। যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তখনই বাংলার মানুষ গণতন্ত্র রক্ষায় ঝাপিয়ে পড়েছে। গণতন্ত্র রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আর বর্তমানেও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তারা রক্ত দিয়ে যাচ্ছে।

এমজে/

 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি