ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ধানমন্ডিতে কেউ নিহত হয়নি বলে জানালেন ছাত্রলীগ সম্পাদক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমণ্ডিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষের খবর পাওয়া যায়। তবে সংঘর্ষ হলেও এতে কোন পক্ষেরই কেউ নিহত হয়নি বলে জানিয়েছেন ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক। বিশেষ করে কোন সাধারণ শিক্ষার্থীর হতাহতের ঘটনাও হয়নি বলে যৌথভাবে জানান ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবির প্রধান গেটের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দেখা করতে যান ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এসময় তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, “ইসলামী ছাত্রশিবিরের ছেলেরা স্কুল ড্রেস বানাচ্ছে। তারা ভুয়া আইডি কার্ড বানিয়ে তোমাদের মধ্যে ঢুকে গেছে। তারাই আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে কয়েক ছাত্র নিহতের গুজব ছড়িয়েছে”।

গোলাম রাব্বানী বলেন, “আন্দোলনকারী ছাত্রদের মধ্য থেকে কয়েকজন প্রতিনিধি সঙ্গে নিয়ে আমরা পার্টি অফিসে গিয়ে তাদের দেখিয়েছি সেখানে কাউকে আটকে রাখা হয়নি”।

এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাত্রদের কাছে জানতে চান, ‘কেউ মারা গেছে এমন কোনো প্রমাণ তোমাদের কাছে আছে? তাহলে নাম বলো।’

তখন সেখানে উপস্থিত ছাত্ররা ‘নেই’ বলে জানান।

পরে গোলাম রাব্বানী ছাত্রদের সব দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছেন উল্লেখ করে এ বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। আর এসব পদক্ষেপ বাস্তবায়নের জন্য এক সপ্তাহ আন্দোলন স্থগিত রাখার আহ্বান  জানান। এ সময় ছাত্রদের মধ্যে কিছু অংশ মেনে নেন। আর কিছু অংশ রাস্তা ছাড়বেন না বলে চিৎকার শুরু করেন।

এ অবস্থায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে শনিবার দুপুর থেকেই রাজধানীর সায়েন্স ল্যাবরেটরী ও ঝিগাতলা এলাকায় ছাত্রদের সাথে সংঘর্ষে চার ছাত্রের মৃত্যু ও চার ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে প্রচার করা হয়। বিশেষ করে অনলাইন ও সামাজিক মাধ্যমগুলোতে দ্রুত এই খবর ছড়িয়ে পরে। বিভিন্ন গণমাধ্যমের নামে থাকা ভুয়া ফেসবুক পেইজ থেকে এসব খবর ছড়ানো হয়।  তবে এখন পর্যন্ত এই তথ্যের স্বপক্ষে কোন প্রমাণ পাওয়া যায়নি। এছাড়াও সরাসরি কেউ এ বিষয়ে কোন অভিযোগও করেনি। ফলে পুরো বিষয়টিকে গুজব হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি